শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

বিষন্ন আকাশে রঙীন ধুলা জমা হয়। আমি হাত দিয়ে আলতো করে ধুলা সরায়। বাতাসে ছড়িয়ে যেতে থাকে রঙীন ধুলা। রঙীন ধুলাগুলো বিষাক্ত ঠিক যেন স্কারলেট লেক কিংবা বিষাক্ত প্রুশিয়ান ব্লু। আমি আনমনে তাকিয়ে থাকি অার ধুলাময় নি:শ্বাস নিই।

কোন মন্তব্য নেই: